মুন্সীগঞ্জে ‘শীর্ষ সন্ত্রাসী’ দিপু খুন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় দীপু (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ধামারন গ্রামের নিজ বাড়িতে তাঁকে খুন করে দুর্বৃত্তরা।
পুলিশের দাবি, দীপু পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি ধামারন ও নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় বসবাস করতেন। নারায়ণগঞ্জের আরজু হত্যা ও মণি-মুক্তা অপহরণ মামলার তিনি আসামি ছিলেন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
স্থানীয় এলাকাবাসী জানান, দীপু গত বৃহস্পতিবার গ্রামের বাড়ি আসেন। আজ সকালে নিজ ঘরে নাশতা খাওয়ার সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে।