নৈশকোচ উল্টে খাদে, ৫ জনের প্রাণহানি

Looks like you've blocked notifications!
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ শনিবার ভোরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ছবি : ইউএনবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নারী ও শিশুসহ এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার ভোররাতের দিকে উপজেলার কালীতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে গাইবান্ধা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামানের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।  

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রংপুরের মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনিরহাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম এবং টাঙ্গাইল জেলার সুনীল কুমার।

পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকা থেকে রওনা দেওয়া বরকত ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস কালীতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। সে সময় বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে পাঁচজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।

আহতদের চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।