চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ‘আলমসাধু’র চালক নিহত
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত যান ‘আলমসাধু’র চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে শহরের টাউন ফুটবল মাঠের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইনসান আলী (২২)। তিনি সদর উপজেলার বাসিন্দা।
ট্রাফিক পরিদর্শক মাহবুব কবীর জানান, আজ সকালে রেলবাজার থেকে বড়বাজার অভিমুখী দ্রুতগামী একটি ট্রাককে ঝুঁকিপূর্ণ অবস্থায় ওভারটেক করার চেষ্টা করে একটি আলমসাধু। একপর্যায়ে আলমসাধু ট্রাকটি পেছনে ফেলে সামনে চলে গেলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ট্রাকটি পেছন থেকে আলমসাধুকে ধাক্কা দেয়। ওই সময় আলমসাধুর চালক গাড়ি থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে এসে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ইনসানের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।