১৮ বছর পর লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
১৮ বছর পর লক্ষ্মীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা শহরের নছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফিরোজ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, সাধারণ সম্পাদক সংসদ সদস্য পংকজ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক এম এ মমিন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এম এ তাহের ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
সম্মেলনে বেলাল হোসেনকে সভাপতি ও ইমতিয়াজ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর