লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতি চাইতে আসা দগ্ধ তরুণীর ঢামেকে মৃত্যু
স্ত্রীর স্বীকৃতি চাইতে এসে লক্ষ্মীপুরের কমলনগরে দগ্ধ চট্টগ্রামের তরুণী শাহেনূর আক্তার (২৪) মারা গেছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে তরুণীর অগ্নিদগ্ধের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য হাফিজ উল্যাহ, গ্রাম পুলিশ আবু তাহের, তরুণীর স্বামী সালাউদ্দিনের ভাই আলাউদ্দিন, আবদুর রহমানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
এর আগে রোববার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকার একটি সয়াবিন ক্ষেত থেকে দগ্ধ অবস্থায় শাহেনূরকে উদ্ধার করা হয়। রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণী অভিযোগ করে বলেন, স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় স্বামী সালাউদ্দিন তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছেন।
বিকেলে দগ্ধ অবস্থায় শাহেনূরকে স্থানীয় ইউপি সদস্য হাফিজ উল্লাহ ও গ্রাম পুলিশ আবু তাহের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে এনে ভর্তি করেন। শাহেনূরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়।
আগুনে ওই তরুণীর মুখ-হাতসহ শরীরের প্রায় ৪০ ভাগ পুড়ে যায় বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। শাহেনূর চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজী গ্রামের জাফর আলমের মেয়ে।
জানা গেছে, সালাউদ্দিন স্ত্রী ও দুই সন্তান নিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছেন। সালাউদ্দিন পেশায় রিকশাচালক। তাঁর বাবার নাম মহর আলী। কিন্তু প্রায় দেড় বছর আগে সালাউদ্দিনের সঙ্গে বিয়ে হয়েছিল বলে রোববার সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছেন শাহেনূর। স্ত্রীর স্বীকৃতির দাবিতেই তিনি কমলনগর আসেন।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, তরুণীর অগ্নিদগ্ধের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। মেয়ের বাবা এলেই মামলা করা হবে।