দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ
মুন্সীগঞ্জে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের বাগমামুদালিপাড়া, সার্বজনীন দুর্গাপূজা পুজা কমিটি এর আয়োজন করে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাধা-গোবিন্দের মন্দির প্রাঙ্গণে দেড় শতাধিক নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
পূজা উদযাপন কমিটি সভাপতি রঞ্জন সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সাহা, মন্দির কমিটির সভাপতি দুলাল মণ্ডল, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিল মশিউর রহমান ববি, ১, ২ ও ৩ ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নারগিস আক্তার, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি গোলাম মাওলা তপন, যুবলীগ নেতা মিথুন, দোলন, পারভেজ, ফরিদ প্রমুখ।