জাস্টিস ফর অল প্রোগ্রামে ইউএসএআইডির পাইলট জেলা মুন্সীগঞ্জ
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউএসএআইডির জাস্টিস ফর অল প্রোগ্রামের জন্য মুন্সীগঞ্জকে পাইলট জেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এই পাইলট প্রকল্পের আওতায় সরকারি আইনগত সহায়তার উন্নয়ন ও বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করারও ঘোষণা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি আইন সহায়তার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্টদের প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং ইউএসএআইডির জাস্টিস ফর অল প্রোগামের যৌথ আয়োজনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মালিক আব্দুল্লাহ্ আল-আমীন।
জেলা ও দায়রা জজ ও সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ মোহাম্মদ কফিল উদ্দিন এবং ইউএসএআইডির জাস্টিস ফর অল প্রোগ্রামের ডেপুটি চিফ অব পার্টি শারমীন ফারুক।
এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ হাসান তুহিনসহ অন্য বিচারক ও জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।