চোর সন্দেহে পিটিয়ে হত্যা চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গা শহরে চোর সন্দেহে জনতা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।
নিহত যু্বকের নাম ফারুক হোসেন (২২)। তিনি শহরের থানা কাউন্সিলপাড়া এলাকার বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুহিতুর রহমান সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী আরো দুই ‘চোরকে’ আটক করা হয়েছে।
রেলবাজারের ব্যবসায়ীরা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চোরের দল পাঁচটি দোকানে টিন কেটে চুরি করে। এ সময় নাইটগার্ডসহ এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। চোরের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফারুক হোসেনকে ধরে এলাকাবাসী গণপিটুনি দেয়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের চিকিৎসক আওলিয়ার রহমান বলেন, ভোরে গুরুতর আহত অবস্থায় এনে ফারুক হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৭টার দিকে তিনি মারা যান।