ঝড়-বৃষ্টির মধ্যে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Looks like you've blocked notifications!

রাজবাড়ী সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উপজেলার আলাদিপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি স্বপন কুমার জানান, বাসটি যশোর থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু দৌলতদিয়া ঘাটে গিয়ে সেটি ফিরে আসে। কারণ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো ফেরি চলছে না। তখন বাসটি কুষ্টিয়া দিয়ে যমুনা সেতু পার হয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করে।

দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ী ফিরছিল বাসটি। আর ট্রাকটি রাজবাড়ী থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান ওসি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গিয়ে আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।