সুস্থ রাজনীতি বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব : ড. কামাল
সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত পুনর্গঠিত স্থায়ী পরিষদের সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. কামাল বলেন, সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। জনগণই দেশের মালিক, তাই জনগণকে ঐক্যবদ্ধ করেই সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
গণফোরাম সভাপতি বলেন, জাতিকে এক ব্যক্তির শাসন থেকে মুক্ত করতে হবে। কারণ, স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় বাক-ব্যক্তি-আইনের শাসন থাকে না। দুর্নীতি-দলীয়করণ-লুটপাট-অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। অর্থনৈতিক ব্যবস্থাসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গ্রাস করে থাকে। সমাজ-সভ্যতাকে ধ্বংস করে।
ড. কামাল হোসেন বলেন, গণফোরামের নেতা-কর্মীদের তৃণমূলে জনগণের সমস্যাসহ নানাবিধ সমস্যা চিহ্নিত করে, তৃণমূলের সংগঠন গড়ে তুলে জনগণকে ঐক্যবদ্ধ করে, স্বৈরতন্ত্র বিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
সভায় আরো বক্তব্য দেন গণফোরামের নতুন সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংসদ মোকাব্বির খান, আওম শফিক উল্লাহ, আব্দুল বাতেন খান, অ্যাডভোকে হিরণ কুমার দাস মিঠু, লতিফুর বারী হামিম, অ্যাডভোকেট আনসার খান, খান সিদ্দিকুর রহমান খান, আব্দুর রহমান জাহাঙ্গীর, রবিউল ইসলাম তরফদার রবিন, হারুনুর রশীদ তালুকদার প্রমুখ।