রাজবাড়ীতে প্রাইভেটকার ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ২
প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টার সময় রাজবাড়ী থেকে দুজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা তাঁদের গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানার পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো কুষ্টিয়ার থানাপাড়া এলাকার নাজমুল আলম ও কোর্টপাড়া এলাকার সাব্বির হোসেন।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার দুই যুবক সকালে ঢাকায় বিমানবন্দর এলাকা থেকে সাত হাজার টাকায় একটি প্রাইভেট কার ভাড়া করে। গাড়ির চালক শহীদুল ইসলামকে তারা জানায়, ঢাকার বিমানবন্দর থেকে প্রথমে কুষ্টিয়া যেতে হবে। সেখান থেকে একজন বিদেশি ব্যক্তিকে নিয়ে আবার বিমানবন্দরে ফেরত আসতে হবে। এমন চুক্তিতে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়।
এসআই জানান, প্রাইভেটকারটি দৌলতদিয়া ফেরি ঘাট পার হয়ে গোয়ালন্দ মোড়ে আসার পর সেখানে থামিয়ে দুই যুবক ওই চালককে একটি রেস্তোরাঁয় নিয়ে খাওয়া দাওয়া করে। এরপর তারা প্রাইভেটকারের চালকের কাছে দুই হাজার টাকা চায়। টাকা না দেওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে চালক গোয়ালন্দ মোড় সংলগ্ন আহ্লাদিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের প্রথমে আটক করে। পরে রাজবাড়ী জেলা পুলিশকে খবর দিলে তারা এসে দুই যুবককে গ্রেপ্তার করে।
দুই যুবক আন্তজেলা ছিনতাইকারী চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান পুলিশের উপপরিদর্শক। সেই সঙ্গে তাদের সঙ্গে জড়িত আরো দুজনের নাম বলেছে তারা।
গ্রেপ্তার দুজনের কাছ থেকে ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ লেখা একটি নেম প্লেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।