শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক
লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ওই শিশুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আটক কিশোর চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা।
ধর্ষণের শিকার ওই শিশুর মা জানান, প্রতিবেশী ওই কিশোর প্রতিদিনই তাঁর মেয়েকে কোলে নিত, আদর করত। ঘটনার দিন ওই কিশোর বাড়ি থেকে তাঁর মেয়েকে কোলে করে নিয়ে যায়। পরে আবার ৩০ মিনিট পর ফিরে আসে।
এরপরই শিশুটি ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। শিশুটির রক্তক্ষরণ হতে দেখেন মা। পরে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করেন তিনি। এরপর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন শিশুর মা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার জয়নাল আবেদিন জানান, এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তার ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে।
চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন জানান, ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।