বান্দরবানে বিস্ফোরণে ১ সেনাসদস্য নিহত
বান্দরবান সদর উপজেলার ভারী অস্ত্র ফায়ারিং রেঞ্জে আজ শুক্রবার এক বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বান্দরবান ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে আজ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে একটি পরিত্যক্ত অবিস্ফোরিত বোমার বিস্ফোরণ ঘটে। উক্ত বিস্ফোরণে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক নিহত এবং ১১ জন সৈনিক আহত হয়। হতাহতদের বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বার্তাসংস্থা ইউএনবি জানিয়েছে, হতাহতরা সবাই কুমিল্লা সেনানিবাসের ১৬ প্যারা ব্যাটালিয়নের সদস্য।
বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, শনিবার বিকেলে আমতলীতে সেনাবাহিনীর ফায়ারিং প্রশিক্ষণের কথা ছিল।
এ জন্য সেনাসদস্যরা ঝোপ পরিষ্কার করার সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে একটি পরিত্যক্ত শেল বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।