শিশু গুলিবিদ্ধ : এমপি লিটনের জামিন নাকচ

Looks like you've blocked notifications!
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। ফাইল ছবি

শিশু সৌরভ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াহেদুজ্জামান এ আদেশ দেন।

অপর একটি মামলায় পরে আদেশ দেওয়া হবে বলে জানান আদালত। আধা ঘণ্টা শুনানি শেষে এজলাস থেকে বেরিয়ে আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু সাংবাদিকদের এসব কথা জানান।

গত ২ সেপ্টেম্বর সুন্দরগঞ্জের গোপালচরণ মোড়ে এমপি লিটন শিশু সৌরভের দুই পায়ে গুলি করেন। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় সৌরভের বাবা সাজু মিয়া মামলা করলে এমপি লিটন আত্মগোপনে চলে যান। ১৪ অক্টোবর ঢাকার উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গাইবান্ধায় নিয়ে যায়। পরদিন আদালতে হাজির করলে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২১ অক্টোবর পুনরায় জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত আজ শুনানির দিন নির্ধারণ করেন।

গত ১২ অক্টোবর উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করলে সংসদ সদস্যকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেওয়া হয়।