টিউবওয়েলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় হ্যাচারির টিউবওয়েলে বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ হাসান (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর এলাকায় মাহিন হ্যাচারিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান উপজেলার জয়রামপুর মাঠপাড়ার বাসিন্দা মোহাম্মদ সোহেলের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আজ সকালে মাহিন হ্যাচারিতে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করতে যান হাসান। সে সময় মোটর লাগানো একটি টিউবওয়েলে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনা তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।