‘আইনশৃঙ্খলা বাহিনী বিপদে পড়লে আইনজীবীর কাছেই আসতে হয়’
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বিপদে পড়লে আইনজীবীর কাছে আসতে হয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘আর তখন আইনজীবীরা তাদের পাশেই দাঁড়ায়।’
আজ রোববার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন খন্দকার মাহবুব।
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আসামিপক্ষের আইনজীবীদের আইনশৃঙ্খলা বাহিনী হয়রানি করছে অভিযোগ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, ‘ইতিমধ্যে মতিউর রহমান নিজামীর আইনজীবীকে সাদা পোশাকে পুলিশ উঠিয়ে নিয়ে গেছে। অপর আইনজীবী শিশির মনিরের বাসায় পুলিশ হামলা করেছে। তাঁকে না পেয়ে তাঁর বাসায় ভাঙচুর-তছনছ করে গেছে। সরকার যদি মনে করে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আসামি পক্ষের আইনজীবী থাকতে পারবে না তাহলে আমরা সরে যাব। কিন্তু এ দেশে ন্যায়বিচারের জন্য সংগ্রাম করতে হচ্ছে। এর ফলাফল কিন্তু শুভ হবে না। এতে দেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।’
২৪ ঘণ্টার মধ্যে নিজামীর আইনজীবী আসাদ উদ্দিনকে আদালতে উপস্থিত না করে আইনশৃঙ্খলা বাহিনী সংবিধান লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার বা হয়রানি করাটা ন্যায়বিচারের পরিপন্থী।’
খন্দকার মাহবুব আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কোনো বিপদে পড়লে কিন্তু আইনজীবীর কাছেই আসতে হয়। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলব অতি উৎসাহী হয়ে কিছু করবেন না। কোনো সরকার চিরস্থায়ী নয়। আপনারা বিপদে পড়লেও আপনাদের পাশে আইনজীবীরাই এসে দাড়াঁন।’
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গত ২২ অক্টোবর সন্ধ্যায় আইনজীবী শিশির মনিরের মোহাম্মদপুরের বাসায় পুলিশ দুই দফা অভিযান চালায়। আরেক আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে যমুনা সেতুর পশ্চিম পাড়ের কড্ডার মোড় থেকে একই দিন দুপুর ২টায় ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত তাঁকে আদালতে হাজির করা হয়নি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করতে গেলে তাও নেননি সংশ্লিষ্ট থানার দায়িত্বরত কর্মকর্তা।