মৌলভীবাজারে বিদ্যুৎ বিভাগের গাড়ি ও গুদামে আগুন

Looks like you've blocked notifications!
মৌলভীবাজার সদর উপজেলায় বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের একটি গাড়িতে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পাশের একটি গুদামে আগুন দেয় তারা। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ছবি : এনটিভি

মৌলভীবাজার সদর উপজেলায় বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের একটি গাড়িতে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পাশের একটি গুদামের দরজায় আগুন দেয় তারা। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎ বিভাগের লোকজন জানান, ভোর সাড়ে ৫টার দিকে অভিযোগ কেন্দ্র কার্যালয়ের সামনে রাখা পিকআপ ভ্যান ও গুদামের দরজায় আগুন দেখে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পিকআপভ্যানের ইঞ্জিনসহ অন্যান্য যন্ত্রাংশ ও গুদামের দরজা পুড়ে যায়। এ ঘটনার পর মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।