সিরাজদীখানে হাত-পা বাঁধা স্কুলছাত্রের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় ইছামতির শাখা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইমন (১০) নয়ানগর গ্রামের আমির বক্স মোল্লার ছেলে। সে নয়ানগর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
সিরাজদীখান থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে সিরাজদীখান থানায় একটি হত্যা মামলা করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।
নিহত ইমনের বাবা আমির বক্স মোল্লা জানান, গত মঙ্গলবার মায়ের সঙ্গে কৃষি জমিতে কাজ করছিল ইমন। এ সময় জামিল (২৫) নামের এক যুবক ইমনকে ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে করে নিয়ে যায়। এরপর ইমনকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে সিরাজদীখান থানায় গতকাল বুধবার একটি সাধারণ ডায়রিও (জিডি) করেন।