শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্রের নমুনাসহ আটক ৪
বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্রের নমুনা কপিসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
এ সময় কম্পিউটার, তিনটি প্রিন্টার, ছয়টি মোবাইল ফোনসেট, তিনটি মডেম ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়। আগামীকাল শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।
আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার মহিপুর বন্দরের মো. ইউসুফ মুন্সি (২৭), একই এলাকার আনোয়ারুল হক (২৮), বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা ডিগ্রি কলেজের ছাত্র মো. আজিজ (২৫) ও নগরীর কাউনিয়া প্রধান সড়কের লিটন চক্রবর্তী (৩৮)।
অভিযানে নেতৃত্ব দেওয়া নগর ডিবি পুলিশের সহকারী কমিশনার আবু সাঈদ এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উজিরপুর উপজেলার বড়াকোঠা গ্রামের জুয়েল মোল্লা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বিক্রি করছেন। এ জন্য দুপুরে নগরীর ঝাউতলা প্রথম গলির আলতাফ হোসেনের ভাড়াটিয়া জুয়েল মোল্লার বাসায় অভিযান চালানো হয়।
মূলহোতা জুয়েলকে আটক করতে না পরলেও চারজনকে আটক করে পুলিশ। এঁরা বিভিন্ন জনের কাছ থেকে পরীক্ষার উত্তরপত্র সরবরাহের নাম করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এঁদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান ডিবি পুলিশের কর্মকর্তা।