পদ্মায় অভিযান চালিয়ে বাঁধ উচ্ছেদ
কাওরাকান্দি-শিমুলিয়া নৌপথে লঞ্চ, ফেরিসহ সব নৌযান চলাচলে প্রতিবন্ধকতা এড়াতে পদ্মা নদীর মাদারীপুর অংশে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি জোড়া বাঁধসহ বিপুল পরিমাণ কাটাবাঁধ উচ্ছেদ করা হয় । আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।
শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ জানান, কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে জোড়া বাঁধ, কাটাবাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিল। এর ফলে কাওরাকান্দি-শিমুলিয়া নৌপথে অনেক সময় নৌযান চলাচলে বিঘ্ন ঘটছিল।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ইউএনও মো. ইমরান আহমেদের নেতৃত্বে পদ্মা নদীর মাদারীপুর অংশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে তিনটি জোড়া বাঁধ, ২০টি কাটাবাঁধ উচ্ছেদ করা হয় বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার।