ভারতে পাচারকালে শিশুসহ ২৭ নারী-পুরুষ আটক

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ২৭ বাংলাদেশি নারী- পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ভারতে পাচারের সময় তাদের আটক করা হয়।

২৩ বিজিবি ব্যাটালিয়ন পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, পুটখালী সীমান্ত দিয়ে বেশ কয়জন নারী-শিশুকে ভারতে পাচার করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা পুটখালী চরের মাঠ এলাকায় অভিযান চালান। এ সময় তাঁরা ১১ নারী, ১৪ পুরুষ ও দুই শিশুকে আটক করেন। বিজিবির সদস্যরা অভিযান চালালে পাচারকারীরা পালিয়ে যায়।

ফরিদ উদ্দিন আরো জানান, আটক নারী-পুরুষদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটকদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক সুজিত কুমার জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।