বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক

Looks like you've blocked notifications!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। রোববার ভোরে বুড়িমারী সীমান্তের ৮৪০/৩ এস সাব পিলারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত এরশাদুল হক (৩০) পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের এহসানুল হকের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, ভোরে বুড়ীমারী সীমান্তের ৮৪০/৩  এস সাব পিলারের কাছে গরু পারাপারের কাজ করছিলেন এরশাদুল। এ সময় ভারতের চ্যাংড়াবান্ধা ৮৪০ বিএসএফ টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থালেই এরশাদুলের মৃত্যু হয়।

এ ব্যাপারে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।