প্রয়াত এমপি রুশেমা ইমামের কুলখানি অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
সংসদ সদস্য রুশেমা বেগম ওরফে রুশেমা ইমামের কুলখানি উপলক্ষে শুক্রবার বাদ আসর মরহুমার ফরিদপুর শহরের দুই নম্বর হাবেলি গোপালপুরের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুশেমা বেগম ওরফে রুশেমা ইমামের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর মরহুমার ফরিদপুর শহরের দুই নম্বর হাবেলি গোপালপুরের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে যোগ দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, আতিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ফরিদশাহ দরগা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

এর আগে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং মরহুমার বড় ছেলে সাইফুল আহাদ সেলিম বক্তব্য দেন।

রুশেমা ইমাম এমপি গত মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

রুশোমা ইশাম এমপির মৃত্যুর খবর পেয়ে বুধবার তাঁর আত্মীয়-স্বজনদের সমবেদনা জানাতে ছুটে যান ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বুধবার বাদ আসর ফরিদপুর পুলিশ লাইন্স ময়দানে অনুষ্ঠিত মরহুমার জানাজায় অংশ নেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাজ্জাক মোল্লা, মরহুমার বড় ছেলে সাইফুল আহাদ সেলিম, ছোট ছেলে আসাদুল আসাদসহ আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রেণি ও পেশার বহু মানুষ অংশ নেন।

জানাজায় ইমামতি করেন ফরিদ শাহ দরগা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। পরে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমার কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে তাঁকে শহরের কমলাপুর লাল মোড় সংলগ্ন ইমামবাগে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম ইমামউদ্দিন আহমাদের কবরের পাশে দাফন করা হয়।