ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন করতে প্রস্তুত কমিশন : সিইসি
মেয়াদপূর্তি সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘তফসিল ঘোষণার সময় যে আইন বিদ্যমান থাকবে সে অনুযায়ীই নির্বাচন পরিচালনা করা হবে।’
আজ সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
এ সময় কাজী রকিবউদ্দিন আহমেদ জানান, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, দেশের সব উপজেলা নির্বাচন অফিস, থানা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদে এই তালিকা পাওয়া যাবে। এই তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তা আবার সংশোধন করা হবে বলেও জানান তিনি। এ সময় ভোটার তালিকা হালনাগাদে জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন সিইসি।
এ সময় এক প্রশ্নের জবাবে নির্বাচন দলীয় না নির্দলীয় তা জানতে চাইলে সিইসি বলেন, এটা নির্ভর করছে তফসিল ঘোষণার সময় কোন আইন বিদ্যমান থাকে তার ওপর।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ছাড়াও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ অন্যরা।