বাড়ি ফেরার পথে ‘ডেঙ্গু’ আক্রান্ত নিরাপত্তাকর্মীর বাসে মৃত্যু

Looks like you've blocked notifications!
দেখে মনে হবে শান্তিতে হানিফ পরিবহনের বাসে ঘুমাচ্ছেন যাত্রী ইকরাম হোসেন। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। ছবি : এনটিভি

রাজধানীতে ‘ডেঙ্গু’ জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ফেরার পথে নড়াইলের এক নিরাপত্তাকর্মী হানিফ পরিবহনের বাসে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে বাসটি ঢাকা থেকে নড়াইল আসে।

মারা যাওয়া ইকরাম হোসেন (৪৫) সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে।

ইকরামের চাচাতো ভাই কবির হোসেন বলেন, ‘ইকরাম ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতেন। ডেঙ্গু জ্বরে অসুস্থ হয়ে পড়ায় তিনি বাড়ি চলে আসছিলেন।’

হানিফ পরিবহনের রূপগঞ্জের ম্যানেজার আকবর মণ্ডল জানান, বুধবার রাতে ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাদের বাসে ওঠেন ইকরাম। পথে নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীর কালনা ফেরিঘাটে এসে বাসের যাত্রীরা নিচে নামলেও ইকরাম নামেননি। এ সময় গাড়ির লোকজন বুঝতে পারেন যে তিনি মারা গেছেন। পরে বাস সদর থানায় নেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।