ডেঙ্গু জ্বর নিয়ে সরকার কিছুই করতে পারছে না : মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদী তীরবর্তী পারুলিয়া গ্রামে আজ শনিবার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার এখন পর্যন্ত কিছুই করতে পারছে না, উল্টো তারা এটাকে গুজব বলছে। আজ শনিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদী তীরবর্তী পারুলিয়া গ্রামে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

মহামারীর মতো ছড়িয়ে পড়া ডেঙ্গু মোকাবিলা করতে না পারায় সরকারের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ডেঙ্গু জ্বর, এই ব্যাপারে সরকার এখন পর্যন্ত কিছুই করতে পারে নাই। উল্টা তারা আবার বলতেছে এইটা নাকি গুজব। অথচ প্রত্যেক দিন ঘরে ঘরে শত শত মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে্‌, মারা যাচ্ছে।’

‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে দুজন ডাক্তার পর্যন্ত মারা গেছে।’ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আরো অনেকে, বলেন ফখরুল।

পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার গুজবকে কেন্দ্র করে ছেলেধরা সন্দেহে একের পর এক গণপিটুনি ও হত্যা প্রসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ছেলে ধরার কারণটা কী? দেশে আইন নাই, শৃঙ্খলা নাই। যেখানে আজকে পুলিশ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে… সেই সমাজে তো এটা হবেই বন্ধুগণ।’  

পরে মির্জা ফখরুল বন্যাদুর্গত এক হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ শুকনা খাবার বিতরণ করেন। ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গত এলাকায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা দিতে একটি মেডিকেল টিমও কাজ করছে।