অনন্ত হত্যা মামলায় চারজনকে রিমান্ডে চায় সিআইডি

Looks like you've blocked notifications!
অনন্ত বিজয় দাশ। ফাইল ছবি

ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ফারাবীসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বুধবার এই চারজনকে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী। সিলেট মহনগর হাকিম-২-এর আদালতের বিচারক আনোয়ারুল হকের আদালতে এ আবেদন করা হয়।

তবে শাফিউর রহমান ফারাবী আদালতে উপস্থিত না থাকায় তাঁকে গ্রেপ্তার দেখানো যাবে না বলে জানিয়েছেন আদালত। এ কারণে আদালত আগামী ১৯ নভেম্বর রিমান্ড শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এর আগে অনন্ত হত্যা মামলায় দুলাল বিশ্বাস, আবুল হাসান ও জাফরান হাসানকে আদালতে হাজির করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ড চাওয়া হয়।

এ নিয়ে অনন্ত হত্যা মামলায় ১২ জনকে গ্রেপ্তার দেখানো হলো। গ্রেপ্তার সবাই ঢাকায় খুন হওয়া বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলারও আসামি। এর মধ্যে ফটোসাংবাদিক ইদ্রিস আলী জামিনে আছেন এবং মান্নান রাহী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার দুলাল বিশ্বাস, আবুল হাসান ও জাফরান হাসানকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।