চোখে ছানি পড়ায় খালেদা জিয়া উন্নয়ন দেখছেন না : নৌমন্ত্রী
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চোখে ছানি পড়ায় তিনি বর্তমান সরকারের উন্নয়ন দেখছেন না।
চট্টগ্রামের সাথে সন্দ্বীপের যোগাযোগের অন্যতম মাধ্যম সদরঘাট-গুপ্তছড়া পথে স্টিমার সার্ভিসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিগত নির্বাচনের আগে খালেদা জিয়া বলেছিলেন, তিনি উন্নয়ন করে জনগণ ও দেশের চেহারা পাল্টে দেবেন। এটি ভুলে খালেদা জিয়া এখন পেট্রলবোমা মেরে মানুষের চেহারা পাল্টে দিচ্ছেন।
নৌমন্ত্রী আজ সকালে চট্টগ্রামের সদরঘাট এলাকায় ফিতা কেটে সদরঘাট-গুপ্তছড়া পথে স্টিমার সার্ভিসের উদ্বোধন করেন। এ স্টিমার সার্ভিস চলাচলে সহযোগিতা করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থা (বিআইডব্লিউটিসি)।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর নিজাম উদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান বক্তব্য দেন।