‘নিরাপত্তার স্বার্থে’ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযান, আটক ৭৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/07/photo-1446889456.jpg)
‘দেশের নিরাপত্তার স্বার্থে’ ফরিদপুরে বিভিন্ন মামলার আসামিসহ ৭৩ জনকে আটক করা হয়েছে।গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার নয়টি উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় দুটি ওয়ান শ্যুটারগান ও গুলিসহ বিপুল মাদক উদ্ধার করা হয়েছে।
আজ বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এ সব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে জেলার বিভিন্ন স্থানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজেবি) ও পুলিশ বাহিনী যৌথ অভিযান চালায়। এ অভিযানে ৭৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ওয়ান শ্যুটারগান, দুই কেজি ৯০ গ্রাম গাঁজা এবং এক হাজার ৪৬৮টি ইয়াবা উদ্ধার করা হয়।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি।