পুলিশের পিস্তল নিয়ে চম্পট দিল আসামি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুলিশের পিস্তল নিয়ে পালিয়েছে হাফিজুর রহমান হাবু নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি। পুলিশ তিন ঘণ্টা পর একটি বাদাম ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে। তবে আসামি হাবু এখনো অধরা।
আজ শনিবার সকালে উপজেলার পোঘলদিঘা ইউনিয়নের চর পোঘলদিঘা গ্রামে এ ঘটনা ঘটে। এই গ্রামেই বাড়ি মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান হাবুর।
পুলিশ জানায়, সকালে হাবুকে গ্রেপ্তার করতে যান সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ। এ সময় তিনি পিস্তল নিয়ে দৌড়ে পালিয়ে যান।
পরে সরিষাবাড়ী থানা পুলিশ জামালপুরের সীমান্তবর্তী সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর তীরবর্তী চর গুজাবাড়ি গ্রামের একটি বাদামক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে।
জেলা পুলিশ সুপার নিজাম উদ্দিন দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, হাফিজুর রহমান হবুকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।