জঙ্গিবাদীদের সঙ্গে কোনো মিটমাট নাই : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
পাবনা সার্কিট হাউসে আজ শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : এনটিভি

‘আগুন-সন্ত্রাসীদের’ সাথে, যুদ্ধাপরাধীদের সাথে কোনো সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার বিকেলে পাবনা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি এ কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া আর তারেক রহমান আগুন-সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং আগুন-সন্ত্রাসের নেতৃত্বের সঙ্গে সংলাপের কোনো জায়গা নাই। গণতন্ত্রের সংলাপ হবে তবে আগুন-সন্ত্রাসের, সন্ত্রাসী দানবের নেত্রী, আগুন-সন্ত্রাসীদের সাথে, যুদ্ধাপরাধীদের সাথে, জঙ্গিবাদীদের সাথে কোনো মিটমাট নাই।’

এ সময় মন্ত্রী ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরেকবার প্রমাণ হলো জঙ্গিবাদীরা মানুষ না। এদের ব্যাপারে সরকার আরো কঠোর হবে।

‘অবাধ তথ্যপ্রবাহে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই’ দাবি করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম অত্যন্ত সক্রিয়, জীবন্তভাবে কাজ করছে।