গানের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে হত্যা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় জহিরুল ইসলাম ব্যাপারী (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
জহিরুল বালিয়াহাটি গ্রামের নুরুল ইসলাম ব্যাপারীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নুরুল ইসলাম ও তাঁর ছেলে জহিরুল পাশের কোষাভাঙ্গা গ্রামের গাফফার ইঞ্জিনিয়ারের পরিত্যক্ত ভিটায় ঐতিহ্যবাহী গাজির গান শুনতে যান। এ সময় তিন-চারজন যুবক এসে জহিরুলকে ডেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জহিরুলের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরাসহ গ্রামের লোকজন বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করে। আজ বিকেলে গ্রামের কয়েকজন কৃষক ধানক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন লাশটি জহিরুলের বলে শনাক্ত করেন। খবর পেয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠান।
এ ব্যাপারে এসআই শফিকুল ইসলাম জানান, হাত-পা বাঁধা লাশটির হাত-পা-মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে পরিকল্পিতভাবে জহিরুলকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, দু-তিনদিন আগে স্থানীয় কয়েক যুবকের সঙ্গে জহিরুলের কথাকাটাকাটি হয়। যুবকরা তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। ওই যুবকরা তাঁকে খুন করে থাকতে পারে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।