সালথায় কলেজছাত্রকে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/08/photo-1446989956.jpg)
ফরিদপুরের সালথা থানা পুলিশ আবু তালেব (২০) নামের এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে। আজ রোববার দুপুরে উপজেলার রায় বল্লভদী গ্রামের মালডাঙ্গীর বিলেরপাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আবু তালেব উপজেলার বল্লভদী ইউনিয়নের চর বল্লভদী গ্রামের বাকা ফকিরের ছেলে। তিনি মুকসুদপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষে পড়তেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে পাশের নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আবু তালেব। পরে আর বাড়িতে ফিরে আসেননি। আজ বল্লভদী গ্রামের মালডাঙ্গীর বিলপাড়ে আবু তালেবের গলা কাটা লাশ দেখতে পায় কয়েকজন শ্রমিক।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আবু তালেবকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, কলেজছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।