খালেদা জিয়া দ্বি-মুখী নীতি নিয়েছেন : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে বসে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন। আমরাও সংলাপ চাই। কিন্তু এর আগে খালেদা জিয়াকে সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করতে হবে। কোনো খুনির সঙ্গে সংলাপ হতে পারে না। খালেদা জিয়া এখন দ্বি-মুখী নীতি গ্রহণ করেছেন। তারা সংলাপ চায় আবার বিদেশি ও পুলিশ হত্যা করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন হানিফ। দীর্ঘ এক যুগ পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন উপলক্ষে পুরো উপজেলা ছিল উৎসবমুখর। সম্মেলনস্থল ছিল কানায় কানায় পূর্ণ।
সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি-জামায়াত পেট্রলবোমা মেরে এ দেশে গণতন্ত্র আনতে চায়। এ দেশের মানুষ জনগণের গণতন্ত্র চায়, সামরিক গণতন্ত্র চায় না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। তাই আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।
সম্মেলন শেষে সাবেক সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধরকে সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটির অন্য নেতাদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান উপস্থিত ছিলেন।