ফরিদপুরে বিশিষ্ট মুক্তিযোদ্ধা মিরোজের দাফন সম্পন্ন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/09/photo-1447069239.jpg)
ফরিদপুরের প্রয়াত মুক্তিযোদ্ধা মিরোজকে আজ সোমবার শহরের গোলপুকুরড্রিম কমপ্লেক্স ভবন চত্বরে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। ছবি : এনটিভি
ফরিদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বিশিষ্ট মুক্তিযোদ্ধা মিরোজের মরদেহ দাফন করা হয়েছে। আজ সোমবার বাদ জোহর শহরের গোলপুকুরড্রিম কমপ্লেক্স ভবন চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অন্যদের মধ্যে সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, বিএনপি নেতা এম এম শাহরিয়ার রুমী, অধ্যাপক আবদুস সামাদ, তাঁর ছেলে রাহাত খাঁনসহ বহু মানুষ অংশ নেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় মিরোজকে আলীপুর কবরস্থানে দাফন করা হয়।
ক্যানসারে আক্রান্ত হয়ে গত রোববার দুপুরে মুক্তিযোদ্ধা মিরোজ মারা যান।