পুলিশ দেখে পালাতে গিয়ে নিহত
পঞ্চগড়ে পুলিশের ভয়ে পালাতে গিয়ে দেয়াল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম শাহজাহান (২৪)। আজ সোমবার বিকেলে জেলার বোদা উপজেলার সোনার বাংলা পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে সোনার বাংলা পাম্পে কয়েকজন মিলে জুয়া খেলছিলেন। খবর পেয়ে বোদা থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
এ সময় পাম্পের পাশেই ছিলেন শাহজাহান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয়ে জুয়াড়িরাসহ সবাই যখন দৌড় শুরু করে। তখন শাহজাহানও ভয় পেয়ে পাম্পের দেয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দেয়াল থেকে নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মোস্তফা (৩৫), আরিফ (২৪), লাবু (২৮), নাজিম (৩০) ও জাভেদ (৩২) নামের পাঁচ জুয়াড়িকে আটক করে। এদের সবার বাড়ি বোদা উপজেলার ভাসাইনগর এলাকায়।
আটক পাঁচজনকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে নির্বাহী হাকিম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ ডাব্লিউ এম রায়হান শাহ তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।
অভিযানে অংশ নেওয়া এসআই দীন মোহাম্মদ জানান, অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। হাতেনাতে পাঁচ জুয়াড়িকে আটক করা হয়েছে। দেয়াল টপকে পালানোর সময় একজন মারা গেছে বলে তিনিও শুনেছেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শাহজাহানের বাড়ি পশ্চিম ভাসাইনগর।