ছাত্রলীগের গুলিতে নিহত ১, আহত ৮

Looks like you've blocked notifications!
সিলেটের বিয়ানীবাজারের দক্ষিণ বাজারে ছাত্রলীগের গুলিতে নিহত নিজু আহমদ। ছবি: মঈনুল হক বুলবুল

সিলেটের বিয়ানীবাজার উপজেলা সদরের দক্ষিণ বাজারে ছাত্রলীগ নেতা-কর্মীদের ছোড়া গুলিতে নিজু আহমদ (১৭) নামে এক মাংসবিক্রেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নিজু আহমদ বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের সুবল মিয়ার ছেলে। গুলিবিদ্ধ অন্য ব্যক্তিরা হলেন উপজেলা ট্রাকশ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সুয়াইবুল রহমান (৪০), শ্রমিক নেতা বিমল চন্দ্র (৩২), রিপন (২৯), তারেক (২৪), নূরুল হক (৫০) ও ফয়সাল আহমদ ও আবুল কালাম (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে দক্ষিণ বাজারে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেনের অনুসারী নেতা-কর্মীরা সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ডের দখল নিতে যায়। এ সময় অটোরিকশা শ্রমিকদের ওপর গুলি ছুড়তে থাকেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। এতে ঘটনাস্থলে থাকা এক মাংসবিক্রেতা নিহত হন।

স্থানীয় লোকজন জানান, সম্প্রতি বিয়ানীবাজার উপজেলা সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ডের সভাপতি শামীম আহমদ মারা যান। তিনি মারা যাওয়ার পর থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেন ওই স্ট্যান্ডের দখলের পাঁয়তারা শুরু করেন। কিন্তু অটোরিকশা শ্রমিকরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এ নিয়ে গত রাতে বিয়ানীবাজার ট্রাকশ্রমিক ও অটোরিকশা শ্রমিক নেতারা তাঁদের কার্যালয়ে বৈঠক করছিলেন। এ সময় জামাল হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা অটোরিকশা কার্যালয়ে এলে সংঘর্ষ বাধে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহমদ জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।