ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/02/photo-1425264191.jpg)
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবহন শাখায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আইয়ুব আলী।
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবহন শাখায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে পুরো বাসটি পুড়ে গেছে।
রাতে ডিউটিতে থাকা সিনিয়র নিরাপত্তারক্ষী আবদুল মান্নান জানান, আগুন লাগার খবর পেয়ে প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে তিনি ফোন করেন। তিনিই ফায়ার ব্রিগেডে খবর দেন। পরে ফায়ার ব্রিগেডকর্মী ও নিরাপত্তা শাখার লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাড়িটির ক্ষতি সম্পর্কে সিনিয়র কারিগর খুরশেদ আলম জানান, দুই বছর আগে চার লাখ টাকা খরচ করে বাসটিকে লাশবাহী গাড়িতে রূপান্তর করা হয়। ময়মনসিংহ ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান সোহেল রানা এনটিভি অনলাইনকে জানান, রাতে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।