রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৬৮তম জন্মবার্ষিকী পালিত
বিষাদ সিন্ধুর অমর রচয়িতা কথাসাহিত্যিক, ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের ১৬৮তম জন্মবার্ষিকী ছিল আজ শুক্রবার। এ উপলক্ষে তাঁর সমাধিস্থল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বাংলা একাডেমির উদ্যোগে সকালে জেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মীর মশাররফ হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
এ উপলক্ষে মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। মূল প্রবন্ধ পাঠ করেন ড. সৈয়দ জামিল আহমেদ।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, ড. ফকীর আবদুর রশিদ, অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, আবুল কালাম আজাদ ও কামরুল হাসান।
বক্তরা বলেন, উনিশ শতকের বাংলা সাহিত্যে মীর মশাররফ হোসেনের লেখনী বিস্ময়কর। সর্বোপরি তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল লেখক। ভিন্ন জাতি বা সম্প্রদায়ের প্রতি তাঁর লেখনীতে ছিল না কোনো বিরাগ। তিনি ছিলেন উদার ও মুক্তমনের মানুষ।