মুন্সীগঞ্জে দোকানি হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর গ্রামের ব্যবসায়ী মো. আলমগীর বয়াতি হত্যাকাণ্ড মামলার মূল আসামি মো. আশরাফুলকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার সকাল ৮টার দিকে র্যাব-১১, সিপিসি ১-এর সদস্যরা ঢাকার দোহারের উত্তর শিমুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করেন।
গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বালাশুর বাজারের পাশ থেকে মুদি দোকানদার আলমগীর হোসেনের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
র্যাবের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার ও সহকারী পরিচালক মো. আম্মার হোসেন জানান, বৈদ্যুতিক তার, কলাগাছের শুকনা ফাতরা ও লুঙ্গি গলায় পেঁচিয়ে আলমগীর বয়াতিকে হত্যা করা হয়। নিহতের ব্যবহৃত মোবাইল ফোনসেটসহ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আশরাফুল। তাঁকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।