বাল্যবিবাহের প্রস্তুতি, ঝালকাঠিতে ২ জনের কারাদণ্ড

Looks like you've blocked notifications!

ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা গ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর (১২) বিয়ের আয়োজন করায় মেয়েটির বাবা মফিজ উদ্দিন ও মো. ইউসুফ (২২) নামের এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মো. ইউসুফের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ওই ছাত্রীর।

গতকাল রোববার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান এ রায় দেন।

রাজাপুর থানার উপপরিদর্শক মো. ইউনুস জানান, স্থানীয় একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয় পরিবারের লোকজন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই মেয়ের বাড়িতে অভিযান চালায়। এ সময় মেয়েটির বাবা ও হবু বরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত মেয়েটিকে তাঁর মায়ের হেফাজতে দিয়ে মফিজ ও মো. ইউসুফকে সাজা দেন। মো. ইউসুফের বাড়ি পিরোজপুর জেলার রানীপুর গ্রামে।