ফরিদপুরে বিভিন্ন মামলায় আটক ২৬
ফরিদপুরে অস্ত্রসহ একজন এবং বিভিন্ন মামলায় ২৫ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করার সময় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ রাজু আহমেদকে (২৫) শোভারামপুর এলাকা থেকে আটক করা হয়। রাজু চরকমলাপুর এলাকার বাসিন্দা। রাজুর বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে পুলিশ জানায়।
এ ছাড়া দিনব্যাপী অভিযানে এক হাজারটি ইয়াবাসহ দুজন ও হেরোইনসহ একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন আহমেদ জানান, সারা দিনে বিশেষ অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে অস্ত্রসহ একজন, গণউপদ্রব বিধিতে চারজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জন, ১৫১ ধারায় সাতজন, ইয়াবাসহ দুজন ও হেরোইনসহ একজনকে আটক করা হয়।