মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময়
জঙ্গিবাদ, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও মাদক প্রতিরোধে মুন্সীগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার পুলিশ লাইনের সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি জেলা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
পুলিশ লাইনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার সভাপতিত্ব করেন। এতে মুন্সীগঞ্জের প্রশিক্ষণপ্রাপ্ত ২১০ জন ইমাম উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল হালিম, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র এ কে ইরাদত মানু, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাদের, সার্কেল এসপি ইমদাদ হোসেনসহ ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।