ফরিদপুরে বোমাসদৃশ সাতটি বস্তু উদ্ধার
ফরিদপুর সদরে হাজি শরীয়তউল্লাহ বাজারের বায়তুল মোকাদ্দেম ট্রাস্ট জামে মসজিদের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে এগুলো উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) এফ এম মহিউদ্দিন জানান, টিনের কৌটায় লাল ও কালো রঙের টেপ দিয়ে মোড়ানো বস্তুগুলো উদ্ধার করা হয়। এগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।