বরিশাল পুলিশ রেঞ্জ ফুটবলে ভোলা চ্যাম্পিয়ন
ঝালকাঠি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের বরিশাল বিভাগীয় রেঞ্জের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত খেলায় ভোলা জেলা পুলিশ দল ২-০ গোলে পটুয়াখালী জেলা পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ভোলা জেলা প্রথমার্ধে এক গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করে তারা ব্যবধান বাড়ায়। বরিশাল বিভাগের ছয়টি জেলার পুলিশ দল ও আরআরএফের একটিসহ মোট সাতটি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি ও খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার তুলে দেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন।
ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন রানা, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ ক্রীড়া সংগঠক ও পুলিশ কর্মকর্তারা।