পরিবারে ফিরল দুই শিশু

Looks like you've blocked notifications!

ভারতের বালুঘাট শুভায়ন অবজারভেশন হোমে (পর্যবেক্ষণ কেন্দ্র) দীর্ঘদিন ধরে আটক থাকার পর দুই বাংলাদেশি শিশুকে ফেরত ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার বেলা ১২টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতের অভিবাসন পুলিশ বাংলাদেশের অভিবাসন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

হিলি অভিবাসন কার্যালয় সূত্রে জানা গেছে, আটক দুই শিশু ২০১৩ সালের ২৪ আগস্ট হিলি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করে। এ সময় তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়ে। ভারতে বিনা পাসপোর্টে প্রবেশের অপরাধে এবং ১৮ বছরের কম বয়স হওয়ায় তাদের কারাগারে না রেখে বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে (শিশুকল্যাণ আবাস) রাখা হয়। দেড় বছরের বেশি সময় ধরে তারা সেখানেই ছিল।

বালুরঘাট শিশু হোমের কর্মকর্তা পরেশ বলেন, দুই দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারত তাদের বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেয়।

কলকাতাভিত্তিক এনজিও স্পার-এর মালদহ ও দক্ষিণ দিনাজপুর কো-অর্ডিনেটর সুরজ দাস বলেন, ‘দুই দেশের আইনি প্রক্রিয়াকরণ বিলম্বিত হয়। আমরা এ সোসাইটির উদ্যোগে দুই দেশের মধ্যে যোগাযোগের মাধ্যমে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছি।’ এ বিষয়ে দিনাজপুরের হিলি অভিবাসন কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, শিশু দুটিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।