স্কুলছাত্রীকে তুলে নেওয়ার সময় দুই যুবক আটক
মুন্সীগঞ্জ সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে তুলে নেওয়ার সময় দুই যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন পাপ্পু ভূঁইয়া ও মামুন। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী এনটিভি অনলাইনকে জানান, সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় পথ রোধ করে মাইক্রোবাস আরোহী সাত-আট যুবক। পরে তুলে নেওয়ার সময় ওই ছাত্রী চিৎকার করলে এলাকাবাসী ও পুলিশ গিয়ে দুজনকে আটক করে। পাশাপাশি ছাত্রীটিকে উদ্ধার করে।
পালিয়ে যাওয়া বাকিদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।