গাজীপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

Looks like you've blocked notifications!

স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গাজীপুরের একটি আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত চাঁদ সুলতানা (৪১) মাগুরার শ্রীপুর থানার হরিন্দি গ্রামের বাসিন্দা।

গাজীপুর জজকোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. হারিছ উদ্দিন আহামদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকার আবদুল হালিমের বাড়িতে স্বামী নজরুল ইসলাম ও এক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে চাঁদ সুলতানা ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জেরে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি চাঁদ সুলতানা স্বামী নজরুল ইসলামকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ভাগিনা ইদ্রিস মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ চাঁদ সুলতানাকে গ্রেপ্তার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ তদন্ত শেষে ২০১০ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১১ সালের ৮ মে আদালতে অভিযোগপত্র গৃহীত হয়।

মামলার আসামিপক্ষে ছিলেন মো. আবদুস সোবহান।