গজারিয়ায় মেঘনা নদীতে কারেন্ট জালসহ ট্রলার জব্দ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে এক কোটি মিটার নতুন কারেন্ট জাল ও জাল বহনকারী ট্রলার জব্দ করেছে গজারিয়া কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জালগুলো জব্দ করা হয়েছে।
কোস্টগার্ডের পেটি অফিসার লুৎফর রহমান বলেন, ‘গোপন সংবাদ ছিল, কাল সন্ধ্যায় আমরা নদীতে নামি। আজ ভোর ৫টার দিকে কারেন্ট জালসহ ট্রলার আটক করি। কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোস্টগার্ডের অভিযানের খোঁজ পেয়ে তারা পালিয়ে গেছে। কারেন্ট জালের পরিমাণ এক কোটি মিটার।’
লুৎফর রহমান আরো জানান, জালগুলো কোস্টগার্ডের গজারিয়া ক্যাম্পে রাখা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ এগুলো পোড়ানো হবে।