গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে দুজন নিহত

Looks like you've blocked notifications!
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ সকালে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে দুজন নিহত হন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লেগুনার অংশবিশেষ। ছবি : এনটিভি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় যাত্রীবাহী একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে তেলিরচালা এলাকায় গাজীপুরের চন্দ্রাগামী আজমেরী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি হোটেলের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই এক হোটেলকর্মী নিহত হন। ওই সময় আহত হন লেগুনার নয় যাত্রী।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে লেগুনার এক যাত্রী মারা যান।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ খান বলেন, কোনো আপত্তি না থাকায় ক্লিনিকে নিহত লেগুনাযাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।